Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
টামটা ঐতিহ্যবাহী দিঘি
বিস্তারিত

বড় ও স্বচ্ছ পানির দিঘী হওয়ার কারনেই সাগর দিঘী নামকরণ করা হয়েছিল।

কথিত আছে- ১৫০০ শতাব্দীর প্রথমাংশে তৎকালীন জমিদারগণ এই সাগর দিঘীতে গোসল করতো সম্ববত সেই সকল জমিদার কর্তৃকই খনন কৃত অপার সৌন্দর্যে ভরপুর এই দিঘী।

সে সময়কার হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ লোক সাগর দিঘীতে তাদের বিভিন্ন পূজা দিয়ে থাকতো।[২]

‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি’

দেশের অভ্যন্তরীণ পর্যটন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। নিজের দেশ সম্পর্কে জানার আগ্রহ থেকে অনেকেই এখন দেশের ভেতরের দর্শনীয় স্থানগুলো খুঁজে বেড়ান। দেশকে জানতে ও দেশের দর্শনীয় স্থান সম্পর্কে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করবে পরিবর্তন ডটকম। সে ধারাবাহিকতায় আজ থাকছে ইলিশের শহর চাঁদপুরের দর্শনীয় স্থানের মধ্যে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামে টামটা ঐতিহ্যবাহী দিঘী হিসাবে পরিচিতি।