খাল ও নদীঃ-
১। টামটা দক্ষিণ ইউনিয়ন এর মধ্যে অনেক গুলো খাল আছে , যার মূল সংযোগ ডাকাতিয়া নদীর সাথে। প্রতিটা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এই খাল। ডাকাতিয়া নদির সাথে এই খাল সংলগ্ন। ডাকাতিয়া নদীর পানি খালের মধ্য দিয়ে পুকুর, ডোবা সহ জমিতে প্রবেশ করে এবং তার সাথে খালে প্রচুর মাছ ও ঢুকে। প্রতিটা গ্রামের আশ পাশ দিয়েই বয়ে গেল এই খাল গুলো খাল আমাদের অনেক কাজে লগেও অনেক উপকারী ও বটে।
২। টামটা দক্ষিণ ইউনিয়ন এর পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে আঁকা বাঁকা ডাকাতিয়া নদী। এই নদীতে অনেক মাছ পাওয়া যায় এবং ইরি, বোরো ধানের চাষের সময় এই নদীতে পানির সেচ পাম্প বসিয়ে খালের মাধ্যেমে মানুষের জমিতে পনি দেওয়ার ব্যবস্থা করে থাকে।এতে মানুষের চাষের একটা ভাল মাধ্যম ও আয়ের উৎস বটে। সাধারন খাল ও নদী আমাদের অনেক উপকারে আসে।