এক নজরে
চাঁদপুর জেলাধীন শাহরাস্তি উপজেলার অর্ন্তভূক্ত নবগঠিত টামটা (দঃ) ইউনিয়নটি ডাকাতিয়া নদীর তীরবর্তী স্থানে ঐতিহ্যবাহী উয়ারুক বাজারে অবস্থিত। যাহা কালের স্বাক্ষী হিসেবে উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে। টামটা দক্ষিণ ইউনিয়নটি পরিবরতিত পরিস্থিতিতে সকল ধরনের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ জাতীয় ও আর্ন্তজাতিক সকল দিবসসমূহ পালন করা হয়। যার মাধ্যমে টামটা দক্ষিন ইউনিয়ন ইতো মধ্যে বাংলাদেশের একটি অন্যতম শিক্ষা ও সংস্কৃতি সচেতন ইউনিয়নের অধিবাসী হিসেবে গর্ববোধ করে। টামটা দক্ষিণ ইউনিয়নের পশ্চিমে হাজীগঞ্জ পৌরসভা, উত্তরে টামটা উত্তর ইউনিয়ন, দক্ষিণে ডাকতিয়া নদী, পূর্বে শাহরাস্তি পৌরসভা অবস্থিত।
জেলা |
চাঁদপুর |
|
উপজেলা |
শাহ্রাস্তি |
|
ইউনিয়ন |
টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদ |
|
আয়তন |
১৫.৮৪ (বর্গ কিঃ মিঃ) |
|
জনসংখ্যা |
২৯,২৫৯ জন (প্রায়) (জন্ম নিবন্ধন তথ্য অনুযায়ী) |
|
গ্রামের সংখ্যা |
১৫টি |
|
মৌজার সংখ্যা |
১৫টি |
|
হাট/বাজারের সংখ্যা |
৩টি |
|
উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা |
বাস, সিএনজি, ইজিবাইকের মাধ্যমে। |
|
শিক্ষারহার |
৮৫% |
|
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা |
০৭টি |
|
উচ্চ বিদ্যালয়ের সংখ্যা |
০২টি |
|
মাদ্রাসার সংখ্যা |
০২টি |
|
দায়িত্বরত চেয়ারম্যানের নাম |
মোহাম্মদ জহিরুল আলম ভূঁইয়া |
|
গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান |
০৫টি |
|
ঐতিহাসিক স্থান |
০১টি (যাহা বর্তমানে অবহেলিত) |
|
ইউপি নতুন ভবন স্থাপিত কাল |
ইউনিয়নে নতুন কোন ভবন নাই। যদি কখনো হয় তা র্পোটালের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। |
|
নবগঠিত পরিষদের বিবরণ |
শপথ গ্রহনের তারিখ- ১৬-০৭-২০১১খ্রী. প্রথম সভার তারিখ- ১৭-০৭-২০১১খ্রী. মেয়াদ উত্তীর্নের তারিখ-১৬-০৭-২০১৬খ্রী. |
|
গ্রামের নাম |
সোনাচোঁ, মোফল্লা, ধোপল্লা, আলীপুর, রাজাপুরা, আজাগরা, খোর্দ্দ, উয়ারুক, কুলশী, শিবপুর, সংকরপুর, টামটা পশ্চিম ও টামটা পূর্ব। |
|
ইউনিয়ন পরিষদের জনবল |
নব-নির্বাচিত পরিষদ সদস্য- ১৩জন ইউনিয়ন পরিষদ সচিব: ০১জন ইউনিয়ন গ্রামপুলিশ: ০৬জন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস