Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
টামটা ঐতিহ্যবাহী দিঘি
স্থান

টামটা দক্ষিণ ইউনিয়নে টামটা গ্রামে

কিভাবে যাওয়া যায়

উয়ারুক বাজার ও ঠাকুর বাজার হতে সরাসরি গন্তব্যস্থলে পৌছানো যায়।

যোগাযোগ

0

বিস্তারিত

 

       চাঁদপুর জেলার, শাহরাস্তি উপজেলার মধ্যে টামটা (দঃ) ইউনিয়ন পরিষদ অবস্থিত।

 

টামটা দক্ষিণ ইউনিয়নের ঐতিয্য বাহী এবং দর্শনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম স্থান হলো টামটা গ্রামের দিঘি। ওয়ারুক বাজার হতে তিন কিলোমিটার দক্ষিণে টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে এবং শিকদার বাড়ীর উত্তরে সংলগ্ন এই দিঘি।

 

        পর্যালোচনা করে দেখা যায় যে, মুঘুল সমরাজ্যের আমলে প্রায় ২৫০ বছর পূর্বে তৎকালীন সিকদার বংশের জমিদারগণ এই দিঘি খনন করেছে বলে জানা যায়।

 

ইহা পাহাড়ের মত উচু উচু পাড় ঘেসে মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে এবং বন্যার সময় ঐ অঞ্চলের মানুষ মারা যাওয়ার পর দিঘির পাড়ে তার দেহাবশেষ সমাধি করত। কথিত আছে যে, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিবেশ, বাচ্চাদের খেলার পরিবেশ এবং ঘুরার মত পরিবেশ সব মিলিয়ে মনোরম পরিবেশের যথেষ্ট ভূমিকা রেখেছে।

 

        কথিত আছে একবিংশ শতাব্দিতে এই দিঘির মধ্যে রাতে চিঠি লিখে দিয়ে আসলেই পরদিন বিভিন্ন ধরনের স্বর্ণের থালা- বাসন পাওয়া যেত এবং তা ব্যবহার  হত। জমিদারদের দাস - দাসীরা লোভ করে একবার একটি স্বর্ণের বাটি গরুর গোবরের স্তুপের মধ্যে ফুতে রেখেছিল এবং তার পর হতে চিঠি লিখার পরও আর জিনিস পত্র বা থালা- বাসন পাওয়া যায়নি।

 

        কালের স্বাক্ষী হয়ে আজো এই টামটা (দঃ) ইউনিয়নের দর্শনীয় স্থান হিসেবে টামটা গ্রামের দিঘিটিই চিহ্নিত করা হয়েছে।